
piya chakraborty - tomar bhetor theke lyrics
Loading...
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
এখন মন অন্য জন
তোমার আয়নায় নেই আমি
বৃষ্টিহীন ক্লান্ত দিন
আমার কথার পাগলামি
তুমি আমায় চেনো কি?
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই
কত যে মাস এই প্রবাস
তোমার চিন্তায় নেই আমি
চলেছি তাই গ্রহ তারায়
কোথায় গিয়ে যে থামি
তুমি আমায় চেনো কি?
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
Random Lyrics
- seeed - hale-bopp lyrics
- zoan - just a kid from anza lyrics
- lion & bear - stillness lyrics
- vesty77 - pour toujours lyrics
- zack woolfson - lone island lyrics
- ricky martin, residente & bad bunny - cántalo (headphone mix) lyrics
- william wilson (chi) - boleskine house lyrics
- ferda anıl yarkın - ayrılmayalım lyrics
- helgi - alla nótt lyrics
- meadows - state of the economy lyrics