piya chakraborty - tomar bhetor theke lyrics
Loading...
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
এখন মন অন্য জন
তোমার আয়নায় নেই আমি
বৃষ্টিহীন ক্লান্ত দিন
আমার কথার পাগলামি
তুমি আমায় চেনো কি?
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই
কত যে মাস এই প্রবাস
তোমার চিন্তায় নেই আমি
চলেছি তাই গ্রহ তারায়
কোথায় গিয়ে যে থামি
তুমি আমায় চেনো কি?
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
Random Lyrics
- blvckboyosizz - ptm (panic the mechanic) lyrics
- the foundations - mr. personality man lyrics
- the koreatown oddity - looking back from the future lyrics
- gian marco - tú no te imaginas lyrics
- young volo - adore me lyrics
- furns - indian summer lyrics
- citty - for the weekend lyrics
- guskadzo - fina lyrics
- geddo - vérfarkas lyrics
- jtb shyguy - barney lyrics