polash - maya lagaiche lyrics
Loading...
বন্ধে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্ধের পিড়িতের জ্বালা।।
যেন ইটের ভাটায় দিয়া কয়লা – আগুন জ্বালাইছে।।
দেওয়ানা বানাইছে।
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।
কী বলিব আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার।।
প্রাণ বন্ধের পিড়িতে আমার – কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়।।
কুল-নাশা পিড়িতের নেশায় – কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।
Random Lyrics
- gracy hopkins - hodophobia: are you afraid? lyrics
- diane cluck - content to reform lyrics
- rosa idiota - nexium lyrics
- ana vilela - trem-bala lyrics
- boulevard depo - carolina blue eyes demon lyrics
- stephen flaherty - the sad tale of the beauxhommes lyrics
- sahtiyan feat. grom - üzerim lyrics
- алла пугачёва - осенние листья lyrics
- star cast - break yo chest lyrics
- дельфин - ласты lyrics