poraho - durey chole jao lyrics
[chorus]
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
[verse]
জলে+স্থলে স্বপ্ন হাজার দেবো আনমনে পার
অন্য কারো, অন্য কারো হবে যদি
জলে+স্থলে স্বপ্ন হাজার দেবো আনমনে পার
অন্য কারো, অন্য কারো হবে যদি
আজ মিশে থাকা তোমার ভালো লাগা
আনমনে যাই সরে
তোমারই আশায়, তোমার ভালো লাগায়
আনমনে যাই সয়ে
[chorus]
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
[pre+chorus]
যাও যত দূর
আমারই তো ভুল
তোমার দূরে থাকা
আমার ভালো লাগা
আনমনে যাই সয়ে
তোমার দূরে থাকা
আমার ভালো লাগা
আনমনে যাই সয়ে
[chorus]
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
Random Lyrics
- whoissplit - l&v lyrics
- rich mavoko - kolo lyrics
- afuz ali - город 2 (city 2) lyrics
- louise burns - see you lyrics
- wati watia zorey band - complainte de satan (2ème figure) lyrics
- kiyoshi hikawa - 北上夜曲 lyrics
- jordan solomon - crazy bitch lyrics
- lovegang126 - sintonia lyrics
- floraxs - alone lyrics
- fly boy jack, outlaw the artist & subnet - slow you down lyrics