azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

poraho - durey chole jao lyrics

Loading...

[chorus]
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে

[verse]
জলে+স্থলে স্বপ্ন হাজার দেবো আনমনে পার
অন্য কারো, অন্য কারো হবে যদি
জলে+স্থলে স্বপ্ন হাজার দেবো আনমনে পার
অন্য কারো, অন্য কারো হবে যদি
আজ মিশে থাকা তোমার ভালো লাগা
আনমনে যাই সরে
তোমারই আশায়, তোমার ভালো লাগায়
আনমনে যাই সয়ে

[chorus]
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
[pre+chorus]
যাও যত দূর
আমারই তো ভুল
তোমার দূরে থাকা
আমার ভালো লাগা
আনমনে যাই সয়ে
তোমার দূরে থাকা
আমার ভালো লাগা
আনমনে যাই সয়ে

[chorus]
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও



Random Lyrics

HOT LYRICS

Loading...