azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

poraho - ebhabei shuru lyrics

Loading...

[verse 1]
জীবন আমার স্বপ্নে আঁকা
তোমায় ভেবেই গল্প লেখা
হারিয়েছি সেই জগতে
যে জগতে স্বপ্ন বাঁচে
পাখি হয়ে গাইবো যে গান
শুনবে সবাই সে আহবান
উড়ে যাবো একা আমি
পেছনে ফেলে তোমার স্মৃতি

[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি

[verse 2]
হঠাৎ সেদিন পথে দেখা
তোমার মলিন চেয়ে থাকা
উড়ে আসে স্মৃতিগুলো
যে স্মৃতি আজ আমায় কাদাঁয়
চাইলে থাকো তোমার মতো
অন্যের স্বপ্নে খেলো হাসো
আমার এই রংধনুটা
তোমার রং ছাড়াই ভালো
[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই



Random Lyrics

HOT LYRICS

Loading...