poraho - ebhabei shuru lyrics
Loading...
[verse 1]
জীবন আমার স্বপ্নে আঁকা
তোমায় ভেবেই গল্প লেখা
হারিয়েছি সেই জগতে
যে জগতে স্বপ্ন বাঁচে
পাখি হয়ে গাইবো যে গান
শুনবে সবাই সে আহবান
উড়ে যাবো একা আমি
পেছনে ফেলে তোমার স্মৃতি
[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি
[verse 2]
হঠাৎ সেদিন পথে দেখা
তোমার মলিন চেয়ে থাকা
উড়ে আসে স্মৃতিগুলো
যে স্মৃতি আজ আমায় কাদাঁয়
চাইলে থাকো তোমার মতো
অন্যের স্বপ্নে খেলো হাসো
আমার এই রংধনুটা
তোমার রং ছাড়াই ভালো
[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই
Random Lyrics
- roger street friedman - the ghosts of sugarland lyrics
- bodyfarm - the last crusade lyrics
- околодвиж (okolodvizh) - брат (brat) lyrics
- cr0w - diamond sword but im a good boy on the track, no cussing lyrics
- songer - skala lyrics
- валюта скуратов (valyuta skuratov) - вмвп freestyle lyrics
- panpers - senza pagare lyrics
- alaska reid - leftover lyrics
- jireh lim - pahina lyrics
- josh sahunta - my whole life lyrics