![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
poraho - naam chara gaan lyrics
Loading...
[verse 1]
চেয়ে দেখো আমায় পাবে তুমি
কল্পনাতে বিভোর একা আমি
কখনো কি ভেবে দেখেছো কি
বলছি আজ তোমায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[verse 2]
ভুলেছো, মুছেছো আমার যতো স্মৃতি
বুঝোনি কখনো আমার অনুভূতি
চাইলেও আবার না পেতে পারো
যাবো বহুদূরে
তবু এই মন বলতে চায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[bridge]
guitar solo
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[outro]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
Random Lyrics
- 謝安琪 (kay tse) - 勢不兩立 (irreconcilable) lyrics
- clemo - ysl lyrics
- the f1rst mєin - криппи паста 333333333 lyrics
- tiket - kunanti lyrics
- jmd.420 - dependo de ti lyrics
- limbo (pop) - evident lyrics
- jamie lawson - closure lyrics
- gravity - 3:16 lyrics
- yuri online - effet belluci / les pleurs d’alice lyrics
- 카이 (kai) (kor) - 내가 숨 쉴 곳 (all i do) lyrics