poraho - naam chara gaan lyrics
Loading...
[verse 1]
চেয়ে দেখো আমায় পাবে তুমি
কল্পনাতে বিভোর একা আমি
কখনো কি ভেবে দেখেছো কি
বলছি আজ তোমায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[verse 2]
ভুলেছো, মুছেছো আমার যতো স্মৃতি
বুঝোনি কখনো আমার অনুভূতি
চাইলেও আবার না পেতে পারো
যাবো বহুদূরে
তবু এই মন বলতে চায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[bridge]
guitar solo
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[outro]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
Random Lyrics
- disappear fear - when i'm gone lyrics
- mount defiance - 115 clicks lyrics
- oomloud, willemijn may - weight of the world lyrics
- purverse - ill mind of hopsin 4 remix (lil'wayne diss) lyrics
- emikid - lisson khadka's narisauna maya (remix) lyrics
- 謝安琪 (kay tse) - 潔淨皇后 (cleaning queens) lyrics
- kurguzov - april lyrics
- bento cruz - colo de menina lyrics
- ini - password lyrics
- aya j - malubaby lyrics