porshi - a kemon valobasha lyrics
হাজার ভীড়েও আমি যে একা,
ভরে যায় বুক পেলে তোমার দেখা.
কত রং এ জাগি যে শত শিহরণ,
অনূভবে আছো যে তুমি অনুক্ষণ.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
যত আমি দেখি তোমায়, তত আরো দেখার ইচ্ছে হয়.
যত আমি ভাবি তোমায়, ভাবনারা উড়াল দেয়…
যত আমি দেখি তোমায়, তত আরো দেখার ইচ্ছে হয়.
যত আমি ভাবি তোমায়, ভাবনারা উড়াল দেয়…
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
কত কথা বল তুমি, চেয়ে থাকি মুগ্ধতায়,
নিরব থেকেও আমি, কথা বলি যে চোখেরই ভাষায়.
কত কথা বল তুমি, চেয়ে থাকি মুগ্ধতায়,
নিরব থেকেও আমি, কথা বলি যে চোখেরই ভাষায়.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
হাজার ভীড়েও আমি যে একা,
ভরে যায় বুক পেলে তোমার দেখা.
কত রং এ জাগি যে শত শিহরণ,
অনূভবে আছো যে তুমি অনুক্ষণ.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
শেষ
Random Lyrics
- réejo - mona lisa lyrics
- lawren - last day lyrics
- basic vocab - fly that head (feat. dave ghetto) lyrics
- jordan - little miss blue lyrics
- charly bliss - turd lyrics
- dna (da nemesis attraction) - the blame lyrics
- inna de yard & ken boothe - let the water run dry lyrics
- liink - amor bandido lyrics
- goude - pura adrenalina lyrics
- john mayer - never on the day you leave lyrics