![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
pragata naoha - লাবণ্য (labonya) lyrics
Loading...
[intro]
এই পৃথিবীটা অনেক সুন্দর
চাইলে দেখিয়ে দিতাম
তোমার গভীর স্বপ্নে
চোখ বুলিয়ে দেখতে হবে
সব কিছু দূরে মনে হলেও
বলতে পারবো সব কাছে
[verse]
আমি কুয়াশাতে খুঁজতে যাই
রাতের মাঝে গলির এক কোনায়
শীতকালে কোনো রাস্তার আশ্রয়ে
সব কিছু তেই তোমায় খুঁজতে চাই
[pre+chorus]
লাবণ্য, আমি কান পেতে রইলাম
তোমার হৃদয়ের মাঝে
আমায় মুক্ত করো
তোমায় খুঁজে খুঁজে ডুবে গেলাম আমি
আবেশ এর জলে
[chorus]
গাছের নিচে ঝরে পড়া পাতা
তোমার বিভ্রান্ত অস্তিত্বটা
আমার মনে যতই অন্ধকার
সব কিছুতেই লাবণ্য আঁকা
[instrumental]
[chorus]
গাছের নিচে ঝরে পড়া পাতা
তোমার বিভ্রান্ত অস্তিত্বটা
আমার মনে যতই অন্ধকার
সব কিছুতেই লাবণ্য আঁকা
সব কিছুতেই লাবণ্য আঁকা
সব কিছুতেই লাবণ্য আঁকা
সব কিছুতেই লাবণ্য আঁকা
Random Lyrics
- sanjana nuwan bandara - don't kill my vibe lyrics
- d4vd - no direction* lyrics
- pashanim - x6 (spp)* lyrics
- nate haller - drinking games lyrics
- s-kropm4 - la force du quartier lyrics
- 9olar (rapper) - nightmares lyrics
- drew the architect & bones - wheredidallthetimego* lyrics
- karma and the killjoys - higher lyrics
- grioten x green orxnge - thriller! lyrics
- xavier weeks - rumors lyrics