pranti feat. bappy - nirobota lyrics
একা একা বলো কতো
থাকবো তোমায় ছাড়া.
ও. হাতে রেখে হাত চলো.
হয়ে যায় বাধন হারা ।
ও.নীরবতা তোমার কথা
শুধু বলে যায়
হারাবো চেনা পথে দূর অজানায়
ভালবেসে আজ দু’জনে মিশে
একাকার.
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার ।
তোমারি ভাবনায় কাটে প্রতি প্রহর
প্রেমেরী বরর্ষায় সাজে মনের শহর
ও নীরবতা তোমার কথা শুধু বলে যায়.
হারাবো চেনা পথে দূর অজানায়
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার .
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার ।
ও. প্রেমেরী জোৎস্নায় আলোকিত এই ভূবন
তোমারি ছোয়াতে আমার রেঙেছে জীবন
ও .নীরবতা তোমার কথা শুধু বলে যায়
হারাবো চেনা পথে দূর অজানায়
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার,
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার ।
Random Lyrics
- dhurata dora feat. dj geek - ayo lyrics
- sideshow the king - i don't even care lyrics
- jame$ rey - bothered. lyrics
- sandra afrika - robinja lyrics
- spose - poof! lyrics
- harvey j - raleigh! lyrics
- yak (band) - use somebody lyrics
- gear daddies - my maria lyrics
- musicals - jesus christ superstar: gethsemane lyrics
- antony santos - no me digas que no lyrics