prasenjit mallick, bob stephen & gopika goswami - o shona miss you lyrics
ও সোনা মিস ইউ, ও মিস ইউ
তোকে কাছে চাই।।
মনে তোর বায়না
তুই আয়না
তোকে কাছে চাই
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
ও আমার ডিয়ার
করিনা কেয়ার
যতই কাছে তুই চাস
আমি যে রেয়ার
নেই মনে ফেয়ার
যাওয়ার হলে চলে যাস।।
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
দে না যত গুল
করবো না তো ভূল
খুজে বেড়া সব পাড়া
মানবো না তো রুল
হবো না ফুল
দেবো না আমি ধরা।।
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
ও সোনা মিস ইউ, ও মিস ইউ
তোকে কাছে চায়।।
মনে তোর বায়না
তুই আয়না
তোকে কাছে চাই
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
Random Lyrics
- 中恵光城 - pure love, true love lyrics
- xtalik - pro lyrics
- mormon tabernacle choir - as the bridegroom to his chosen lyrics
- dom kennedy feat. niko g4 - u got it like that lyrics
- kidface - perfect timing lyrics
- seth gueko - c'est pas pareil (remix) lyrics
- battleme,the forest rangers - lights - from sons of anarchy lyrics
- kronos rap - si no vuelves lyrics
- nick roes - i'd be with you lyrics
- franky kuncoro feat. sidney mohede - kemenangan terjadi di sini / engkau raja lyrics