pratima banerjee - ekta gaan likho amaar janya lyrics
Loading...
একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।।
সে গান যেন আমায় উজার করে নেয়
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়
আমি যেন হই তোমার মাঝে ধন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য
আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা
লিখেছি তোমায় মনের আখরে অনেক ছন্দ লিপিকা।
সেদিন আজো আমার মনে পড়ে যায়
এমন করে যেন আমায় খুঁজে পায়
জীবন তরী যে কোথায় সহজ পণ্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য
Random Lyrics
- lionhead - packa och dra lyrics
- molotov movement - formidable lyrics
- the rolling stones - just your fool lyrics
- judith olmo feat. juanma rios - todo arde lyrics
- sheed - hell yeah lyrics
- dj spinking - slowly lyrics
- veela & gutta, robin veela & gutta - eneveldet 2017 lyrics
- look park - you can come round if you want to lyrics
- nathaniel bassey - eze lyrics
- suvi teräsniska - kolme kuuta lyrics