prithibi - o amaar lyrics
তুই রাতের আকাশের কোনও এক তারা
তোর চোখের কালোতে আমি দিশেহারা…
তুই রাতের আকাশের কোনও এক তারা
তোর চোখের কালোতে আমি দিশেহারা…
তোর হাসি, তোর কান্না, এ বুকে জমা রেখে
কোথায় হারিয়ে গেলি, আছিস কি তুই সুখে…
চল আবার তোকে ভালোবাসি
তোর ঠোঁটের কোনে একটু হাসি…
কতো দিন দেখিনি দুচোখ ভরে
বলনা তুই আমায় যা খুশি…
তবুও, তোকে আরও বেশি
পেতে চাই, হারাই, দুচোখ ভরে…
ও ও আমার, ও ও আমার
ও ও আমার, ও ও আমার…
ও ও আমার, ও ও আমার
ও ও আমার, ও ও আমার…
তুই না বলে এভাবে কোথায় চলে গেলি
তোর জন্য কবর, আর আমার চোরা গলি…
তোর হাসি ছিলো আমার জন্য, ছিলো অভিমান
আজ কোথাও নেই কিছু, শুধু আছে এই গান…
কতো পথ ছিলো হাঁটা বাঁকি
এভাবে কেনও দিলি ফাঁকি…
পেতে চাই, শুধু তোর উষ্ণতাই, ছুঁয়ে দে
বলনা তুই আমায় যা খুশি…
তবুও, তোর কাছে আরও বেশি
যেতে চাই, তবু হারাই, তোর ঠিকানা…
ও ও আমার, ও ও আমার
ও ও আমার, ও ও আমার…
ও আমার, ও আমার
ও আমার, ও ও আমার…
Random Lyrics
- payana - vultas y vueltas lyrics
- baustelle - lepidoptera lyrics
- gotay feat. randy nota loka - el paraíso lyrics
- toploader - marrakech lyrics
- los super lamas - bonus track lyrics
- yurica/花たん - erica lyrics
- elin bergman - the fire lyrics
- afi - above the bridge lyrics
- asiahn - time lyrics
- jesse & joy - helpless lyrics