pritom hasan - bhule jai bedona lyrics
[verse 1]
আর একটু থাকো না, সন্ধ্যা হতে বাকি
আরো কিছুক্ষণ তোমাকে দেখি
কবে আর হবে দেখা কেউ বলতে পারে না
এই মন পড়ে রবে একাকী
[pre+chorus]
যেন ভালো থাকার অধিকারে
আমি ফিরে আসি তোমার কাছে
শুধু এই দোষ আমার আমি হারাই তাকে
যাকে ভালো লাগার অনুভূতিটুকু সবটাতে
[chorus]
ভুলে যাই বেদনা
তুমি যখন খুব কাছে
থেমে যায় যেন সময়
তুমি যখন আমার পাশে
[instrumental break]
[verse 2]
যদি এতটা কাছে এসে চলে যাও দূরে
সব শুন্য হয় আমার নিমেষে
এই ভাঙা মনে সব এলোমেলো লাগে খুব
কেউ পারে না তোমার মতো গুছিয়ে দিতে
[pre+chorus]
তাই ভালো থাকার অধিকারে
আমি ফিরে আসি তোমার কাছে
শুধু এই দোষ আমার আমি হারাই তাকে
যাকে ভালো লাগার অনুভূতিটুকু সবটাতে
[chorus]
ভুলে যাই বেদনা
তুমি যখন খুব কাছে
থেমে যায় যেন সময়
তুমি যখন আমার পাশে
ভুলে যাই বেদনা (আর একটু থাকো, সন্ধ্যা হতে)
তুমি যখন খুব কাছে (আরো কিছুক্ষণ, আরো কিছুক্ষণ)
থেমে যায় যেন সময়
তুমি যখন আমার পাশে
Random Lyrics
- shallyfloyd - убитый (murdered) lyrics
- atmosphere - september fools' day lyrics
- lonely rich - broken heart medley lyrics
- luke worthylake - how bout you? lyrics
- meerror - память (memory) lyrics
- kenobi da kaia - 30 lyrics
- asap roddy - love pussy lyrics
- popsicle - how come we lyrics
- jenny wilson - your angry bible lyrics
- madic - jesus year lyrics