pritom hasan - bhule jai bedona lyrics
[verse 1]
আর একটু থাকো না, সন্ধ্যা হতে বাকি
আরো কিছুক্ষণ তোমাকে দেখি
কবে আর হবে দেখা কেউ বলতে পারে না
এই মন পড়ে রবে একাকী
[pre+chorus]
যেন ভালো থাকার অধিকারে
আমি ফিরে আসি তোমার কাছে
শুধু এই দোষ আমার আমি হারাই তাকে
যাকে ভালো লাগার অনুভূতিটুকু সবটাতে
[chorus]
ভুলে যাই বেদনা
তুমি যখন খুব কাছে
থেমে যায় যেন সময়
তুমি যখন আমার পাশে
[instrumental break]
[verse 2]
যদি এতটা কাছে এসে চলে যাও দূরে
সব শুন্য হয় আমার নিমেষে
এই ভাঙা মনে সব এলোমেলো লাগে খুব
কেউ পারে না তোমার মতো গুছিয়ে দিতে
[pre+chorus]
তাই ভালো থাকার অধিকারে
আমি ফিরে আসি তোমার কাছে
শুধু এই দোষ আমার আমি হারাই তাকে
যাকে ভালো লাগার অনুভূতিটুকু সবটাতে
[chorus]
ভুলে যাই বেদনা
তুমি যখন খুব কাছে
থেমে যায় যেন সময়
তুমি যখন আমার পাশে
ভুলে যাই বেদনা (আর একটু থাকো, সন্ধ্যা হতে)
তুমি যখন খুব কাছে (আরো কিছুক্ষণ, আরো কিছুক্ষণ)
থেমে যায় যেন সময়
তুমি যখন আমার পাশে
Random Lyrics
- ástþór örn - wicked man (freestyle) lyrics
- lfa - anafora lyrics
- amanda siqueira - chama ardente (grupo de jovens chama ardente) lyrics
- scenario ii - c-4 (demo) lyrics
- ларири (lariri) - кто мы друг другу? (who are we to each other?) lyrics
- renaldo & clara - s'està millor al carrer lyrics
- zavier o'keith - more! lyrics
- the boy (gr) - κυρία χ αλήθεια λέω (kiria x alithia leo) lyrics
- sally dige - losing you lyrics
- wxrdie - 420chillnfree lyrics