
pritom hasan - joy porajoy lyrics
Loading...
[verse 1]
চুপ করে কি তুমি অবাক?
একা জেগে জেগে সারারাত
রেখেছো জমা অভিযোগ নিজের কাছে
ও দু’চোখ বলে দেয় সব আমায়
ভালো নেই, ভালো নেই মন তোমার
আমিহীন কে আপন বলো তোমার আছে
[pre+chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়+পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
[instrumental break]
[verse 2]
হয় রাত যত গভীর আরো গভীরে ডুবি
পুরনো ভুলের স্মৃতিতে
আমাকে করে দিলে পর
পলকে হবে আপন ছলনার এ পৃথিবীতে
[pre+chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়+পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
Random Lyrics
- bonk (metal band) - hand in hand lyrics
- frank & beans - tricky lyrics
- kl.z, beam & vory - good die young lyrics
- vanant - апгрейд (upgrade) lyrics
- cici ware - ~plastic tears~ lyrics
- tbh label - brainfailure lyrics
- the mae shi - repetition lyrics
- ruurd woltring - crimson bow and arrow (taken from "attack on titan") lyrics
- calvin harris & ellie goulding - miracle (wilkinson remix) lyrics
- indira radić - sve su iste pesme moje lyrics