pritom hasan - paliye jabo lyrics
[verse 1]
জানিনা
কার কথা শুনে
তুমি চলে গেলে
বিদায় দেয়ার সময় টুকু
ছিন্ন করে
আমিও
একই অভিমানে
হয়ে গেছি চুপ
তোমার মুখের হাসি
ভালোবেসে
[pre+chorus 1]
নেই আর সুযোগ তোমার
আমাকে নতুন করে পাবার
তুমি তো বলেছিলে সময়ের আগে
যে হারিয়ে যায় সে দামি
[chorus]
পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবেনা কেও আমাকে
আমি ফিরবোনা আর
তোমার এই শহরে
এই হৃদয়হীনার ভীড়ে
কত স্মৃতি তোমায় নিয়ে
তাই ফিরবোনা আর
তোমার এই শহরে
[verse 2]
কি নিয়ে
বলো কি নিয়ে
তুমি ডুবে ছিলে
দ্বিপ্রহরের কোলাহলের
মাঝেও একাই
আমি তাই
তোমার কথা ভেবে
মেনেছি আমারই ভুল
শত শোকের বিষন্নতায়
ভেসে বেড়াই
[pre+chorus 2]
নেই আর সুযোগ কারো
ভাঙবে আমাকে আবারও
তুমি তো বলেছিলে সময়ের আগে
যে হারিয়ে যায় সে দামি
[chorus]
পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবেনা কেও আমাকে
আমি ফিরবোনা আর
তোমার এই শহরে
এই হৃদয়হীনার ভীড়ে
কত স্মৃতি তোমায় নিয়ে
তাই ফিরবোনা আর
তোমার এই শহরে
[outro]
পালিয়ে যাবো আলোর গতিতে
পালিয়ে যাবো আলোর গতিতে
না খুঁজে আর পাবেনা কেও আমাকে
আমাকে
Random Lyrics
- beatrice pucci - oro lyrics
- boys planet - hot summer lyrics
- ledocho - train de vi(ll)e lyrics
- mr.gradee - ahora es el momento lyrics
- ℳρ♔€σ₱₲∃¥ђ (mr. sergeyich) - it's always sunny in philadelphia lyrics
- moslem - مسلم - mwaled italya | مواليد إيطاليا lyrics
- vvherearewe - beautiful war lyrics
- christian - celine (molly my bean) [ lyrics
- דנה ברגר - ata lo babait - אתה לא בבית - dana berger lyrics
- sevi (bgr) - sweet escape lyrics