pritom hasan & nuhash humayun - khoka lyrics
[verse 1 : pritom hasan]
না না না যাবো না না কোত্থাও যাবো না
আমি মরে গেলেও না, শোধ না হলে ঋণ
দামি ফোন আর দামি ঘড়ি
সবই তো দিলাম
তবু সময় দিলে না
কল দেওনা কোনোদিন
[verse 2 : pritom hasan]
শুধু বলো, “ফোন দিয়োনা রাতে
আব্বু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে
কথা বলতে পারবো না”
[pre-chorus : pritom hasan]
আমার বন্ধু জানে সবই
কার সাথে খাও কফি
বলে দাও সত্যি এতো কি ভয়!
[chorus : pritom hasan]
আমার মা বলেছিলো
“খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না”
আমার মা বলেছিলো
“খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না”
[chorus : ferdous wahid]
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
তোমার এ সত্যিকার প্রেমের নামে
দিয়া দিছে বড় গোজামিল (নেও ঠেলা)
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
তোমার এ সত্যিকার প্রেমের নামে
দিয়া দিছে বড় গোজামিল
[bridge : pritom hasan]
জানি জীবনের থেকে ভালোবাসাটা কঠিন
তাই ভালোবেসে মরেছি তোমার হাতে প্রতিদিন
[verse 3 : pritom hasan]
এখন বলো কি করছো?
কেমন আছো ?
নতুন ছেলেটা কে?
তোমার প্রিয় রং কি জানে?
সুর পারে আমার গানে?
না কি সে কোনো প্রিয় গানের মদতে
প্রথম প্রথম ভালো লাগে
পরে ফেলে রাখে
আমি ছিলাম যখন সাথে
ফোনটা উল্টো থাকে
উঁকি মারো মাঝে আমি কিছু বুঝিনা
[pre-chorus : pritom hasan]
আমার কানে আসে সবই
কার সাথে খাও কফি
বলে দাও সত্যি এতো কি ভয়
[chorus : pirtom hasan]
তাইতো মা বলেছিলো
“খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না”
আমার মা বলেছিলো
” খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না”
আমার মা বলেছিলো
” খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না”
আমার মা বলেছিলো
” খোকা তুই প্রেম করিস না
ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না”
[chorus : fredous wahid & pritom hasan]
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
(ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না)
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
(ভালো ছেলেদের কপালে
ভালো মেয়ে জোটে না)
Random Lyrics
- b.g. knocc out - gang bang lyrics
- женя репин (jenia repin) - звездная жизнь lyrics
- crows (london) - hang me high lyrics
- ma.iige - sad face emoji lyrics
- raro - planet cool lyrics
- seed to tree - integrity (you don't owe nothing to me) lyrics
- kingslynn - give and take lyrics
- hans solo - na miejsce lyrics
- ollie wride - the rising tide lyrics
- through fire - if you love me, leave me lyrics