prokash singha - utthankothon lyrics
Loading...
জানি আজও ভুলতে পারিনি
আমি তোমায়
মাঝরাতে আজও কাতরাই
হৃদয় ভাঙার ব্যাথায়
তবু দিচ্ছি কথা
ভুলে যাবো
একদিন আমি তোমায়
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
হ্যাঁ ভালোবেসেছিলাম তাই
বারংবার ভেঙে গেছি
আঘাত পেয়েও তোমার কাছে
ভালোবাসাই চেয়ে গেছি
তবু মুছে দেবো
হৃদয় থেকে
একদিন আমি তোমায়
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
সময় তো একদিন আসে সবার
ভেঙে দেবো ভুল ধারণা তোমার
সময় হয়েছে ঘুরে দাঁড়াবার
কথা দিচ্ছি প্রমাণ করবো এবার
Random Lyrics
- efrat - 143 lyrics
- waterparks - why can't i? lyrics
- snezhiko - обещай lyrics
- tom t. hall - time takes care of a few things (love takes care of the rest) lyrics
- original mirrors - teen beat lyrics
- kings gr - λίγο ακόμα (ligo akoma - acoustic version) lyrics
- side3ffect - 888 lyrics
- ethic entertainment - luku barida lyrics
- יובל בנאי - babar ha'africai - בבר האפריקאי - yuval banay lyrics
- die spitz - monkey song lyrics