prometheus - jogonnather adda lyrics
ছেড়ে দিতে ইচ্ছে করে সকল ব্যাস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায়
ছেড়ে দিতে ইচ্ছে করে, সকল ব্যস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে, আবার বন্ধু আড্ডায়
বন্ধু তরা কই আই ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তরা কই আয় ফিরে আই
ফিরে চল আবার আড্ডায়।
জগন্নাথের সোনা ঝরা বিকেল
মনে পড়ে বন্ধু মনে পড়ে বিকেল
জগন্নাথের সোনা ঝরা বিকেল
মনে পড়ে বন্ধু মনে পড়ে বিকেল
নীল আকাশের নিচে চায়ের কাপে
আবার জমবে মেলা জগন্নাথে।
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়,
ছেড়ে দিতে ইচ্ছে করে, সকল ব্যস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায়।
জীবনের পিছুটান করেছে ব্যাবধান
তাতে কি বন্ধু আবার গাইব গান
জীবনের পিছুটান করেছে ব্যবধান
তাতে কি বন্ধু, আবার গাইব গান
নীল আকাশের নিচে চায়ের কাপে
আবার জমবে মেলা জগন্নাথে
বন্ধু তরা কই আই ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
ছেড়ে দিতে ইচ্ছে করে সকল ব্যস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায়
বন্ধু তরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়।
Random Lyrics
- past midnight - i don't wanna live forever lyrics
- popcaan - gyal gimme lyrics
- elizabeth delaney - heart like yours lyrics
- nick cheeks - check lyrics
- lucas solaris - tudo que eu vejo lyrics
- the stairwells - cocao butter kisses lyrics
- the menzingers - your wild years lyrics
- tanita tikaram - the way you move lyrics
- llucky - id documents lyrics
- sam nicolosi - caught up lyrics