
promise.1649c - 2x dimension lyrics
[intro]
খুঁজি কারণে অকারণ
ওরা জানতে চায়নি আমার ধরন
কেউ আসছে আবার
আমার সামনে হঠাৎ
[verse 1]
শেষ দিন রাজি থাক আর যাবো আমরা সব আমরা up (im like b+tch what the f+ck)
আর like সাত দিন আছি আমি এখানে
একবার time travel করলাম আমি সকালে
ওদের death আমি দেখছি এখন অকালে
একটা 2x dimension আর আমার কপালে
আর different রকম powers আমি কথা বলতে চাই না internet+এ (oh+oh+oh+oh)
আর অনেক রকম colors দেখছি আমারা সবাই যাচ্ছি যখন জিতে (oh, oh+nah)
একবার, একবার শেষ তার, শেষ তার
বিন্দুমাত্র আমি bored
আর দিন শেষ কার আর
আমার স্বভাব কাটছে না আর আমার ঘোর
[chorus]
আমার পৃথিবী
আমি যা ইচ্ছা করবো এখানে
আমার শতাব্দী
আমি বাঁচবো 100%+এ
রাত বাড়লে আমরা হয়ে যাই হিংস্র আর
রাত থামলে আমারা হয়ে যাই শান্ত আবার
[verse 2]
আর আমি ফিরছি না, আর আমি ফিরছি না
এইখানে আমি আর আসছি না
সে জানতো কি, আর promise ভাবছে কি ?
আর আমার কর্তব্য check করা p+ssy টা sweet
[chorus]
আমার পৃথিবী
আমি যা ইচ্ছা করবো এইখানে
আমার শতাব্দী
আমি বাচবো 100%+এ
রাত বাড়লে আমরা হয়ে যাই হিংস্র আর
রাত থামলে আমারা হয়ে যাই শান্ত আবার
[outro]
খুঁজি কারণে অকারণ
ওরা জানতে চায়নি আমার ধরন
কেউ আসছে আবার
আমার সামনে হঠাৎ
আমি হাসছি আবার
অকারণে
Random Lyrics
- qayin rohle - the axe at the root lyrics
- rayo tnb ⚡︎, may black & roobert hinestroza - crush lyrics
- lil mess, goa & p. muff - la diferencia lyrics
- kwipex - как твои дела (how are you) lyrics
- of montreal - back to school lyrics
- yemerica - carousel lyrics
- claudy siar - bondié lyrics
- alexandra stan - wanna dance lyrics
- assassins (rock) - we the people lyrics
- yajeec - back lock lyrics