psychic emanation - আত্মাস্নান / atmasnan lyrics
Loading...
তোমার কিরণ দিয়ে
আমার আত্মা স্নান করো
তোমার চরণ দিয়ে
আমায় অসাড় করো
সাজাও আমায়
মিথ্যা দ্বারা
আড়াল করে
চুপ খেয়ে
তোমার কিরণ দিয়ে
আমার আত্মা স্নান করো
তোমার চরণ দিয়ে
আমায় অসাড় করো
মায়াবি মন
যেন আকুল করে
ভাসে সত্য তার বিজ্ঞতায়
গহীনে তার ধর্ম কাদে
ছায়ার কোলে দিও বিদায়
থাকবেনা কোন অস্তিত্ব
Random Lyrics
- awięc - dis na konsumpcjonizm lyrics
- cora marting - fomo lyrics
- urban heat - have you ever? lyrics
- elen shine - na nuevo *333* lyrics
- american anymen - my vacation lyrics
- probass & hardi - доброго вечора (where are you from) lyrics
- ellex - karma lyrics
- montenero & gionni gioielli - assalto di via osoppo lyrics
- decapitated - locked lyrics
- giru mad fleiva - paz lyrics