raafky - backbencher lyrics
[chorus]
backseat এ ধোঁয়া উড়াই backbencher
school bag নিয়ে পালাই backbencher
pen fight চালাই পিছে backbencher
সুন্দরী উড়াই নিবে backbencher
backseat এ ধোঁয়া উড়াই backbencher
গ্যাঞ্জামে আগে থাকে backbencher
class time এ box খুলে lunchtime লাগে না
board এ bro নাম উঠে মাস্তানি থামে না
[verse + 1]
মাস্তানি থামে না গ্যাঞ্জামে আগে
ভাই গেলে যাবো না হয় class এ কে যাবে
ভাই করে প্রেম আমাদের guard এ তে রেখে
security tight মামা চালা আছি পিছে
পড়ালেখা পরে যত ফাতরামি আগে
class time এ washroom এ বিড়ি জ্বালা আগে
ভাইয়ের সাথে গাদ্দারি হাত উঠে আগে
এইটা খান্দানী loyalty চোখ নামা আগে
[chorus]
backseat এ ধোঁয়া উড়াই backbencher
school bag নিয়ে পালাই backbencher
pen fight চালাই পিছে backbencher
সুন্দরী উড়াই নিবে backbencher
backseat এ ধোঁয়া উড়াই backbencher
গ্যাঞ্জামে আগে থাকে backbencher
class time এ box খুলে lunchtime লাগে না
board এ bro নাম উঠে মাস্তানি থামে না
[verse + 2]
board এ তুল নাম, pain দিবো double
তোরা বেডা good kid আর আমরা bro trouble
ছুটির পড়ে দেখা করিস নিবো তোর খবর
পিছন দিয়ে পালাই যাবি কিল্লাই তুই ফাকর
class teacher tuition দেই, মানে এইটা scam bro
sir এর কাছে না পড়লে, মানে তুমি fail bro
sit এর উপর কান ধরে দাঁড়ায় থাকা shame
আমরা ফালুদা খাই ইজ্জৎ এর backbencher scene bro
[chorus]
backseat এ ধোঁয়া উড়াই backbencher
school bag নিয়ে পালাই backbencher
pen fight চালাই পিছে backbencher
সুন্দরী উড়াই নিবে backbencher
backseat এ ধোঁয়া উড়াই backbencher
গ্যাঞ্জামে আগে থাকে backbencher
class time এ box খুলে lunchtime লাগে না
board এ bro নাম উঠে মাস্তানি থামে না
[verse + 3]
নামর আগে বীর ইবে চট্টগ্রাম
straight outta ৮ নম্বর, একশত টান
মেডিত ফইরলে লোহা, এন্ডের ফুয়া
ফাইরলে তুয়া দিলে দোয়া দিবু কইলজে তুলি হাতত
হুজুর হুজুর ন+গড়ে বেক রগ ট্যাড়া মাথা গরম
মুখর আগে হাত উঠে আর হাত উঠিলে নাই শরম
একটানে পতেঙ্গা পেয়াজু আর কেয়ারা
সোজাসাপটা কথা এন্ডে বেজ্ঞুনই সিয়ানা
[chorus]
backseat এ ধোঁয়া উড়াই backbencher
school bag নিয়ে পালাই backbencher
pen fight চালাই পিছে backbencher
সুন্দরী উড়াই নিবে backbencher
backseat এ ধোঁয়া উড়াই backbencher
গ্যাঞ্জামে আগে থাকে backbencher
class time এ box খুলে lunchtime লাগে না
board এ bro নাম উঠে মাস্তানি থামে না
Random Lyrics
- luis alberto posada - raíces lyrics
- alen evrien & zombio - noksan lyrics
- ijeqezo - hi, kan we talk? lyrics
- dzo digital - shake the ground lyrics
- tadhg daly - everything, anything lyrics
- seven7h way - never let me go lyrics
- leeanne-rose klippert - i wanna kiss you lyrics
- gretchen cryer & nancy ford - don't tell me it's forever lyrics
- 2pac - definition of a thug nigga (original) lyrics
- ji beats - feelin' like da man lyrics