
raafky - da lal lyrics
[intro]
বিশাল এক সাগর দেখলে যে কেউ হাত ঢুকাইতে চাই
কিন্তু প্রতিবারই ভুলে যাই, সাপ না এইখানে shark থাকে ভাই
[chorus]
এখন public ও জানে হ্যা লাল তুই দালাল
মার তালা তোর shutter চাট b+tter তুই b+gg+r
যা হলুদে গান গা, parody ধান্দা
সম্মান নাই scene এ তাই ঢিলা তোর পাংখা
বুইড়া তুই দৌড় দে হাপাইলে সুর দে
budget তোর কল্পনায় show চাই তাই শোর দেই
ctg top এ তাই চাটু সব shock এ ভাই
আমি কাল তুই দালাল তুই শোক মানা অপেরাই
দা+লাল
দা+লাল
দা+লাল
দা+লাল
[verse : 1]
আজব এই দেশটা বুঝলাম তোর chase টা
lyrical shady তুই পস্তাবি phase টা
খুলে দি case টা নরকের gate টা
শুনলাম কার জ্বলে তাই লাগাইলাম race টা
budget তোর স্বপ্নে, হলুদে গান গা
market out বান্দা তুই নিলি তাই ডান্ডা
সম্মান নাই scene এ তোরে কুত্তাও গনে না
same flow same lyrics public আর গিলে না
কথা নে মাথায় তুই কথা নিস দিলে না
নাস্তিক তুই বাস্তব কী? মুখে কেন বলে না
আই বসবো রিকশাতে টান হবে ১০০ তে
ctg top এ রাখ দালাল সব বাক্সতে
catalogue ভাড়ি দেখ versatile rapper
তোর মতো না শুধু দালালী yapper
আংগুল যে উঠাইলি আঙ্গুর তো খাওয়াবো
টক মিষ্টি ঝাল দালাল জঘন্য ব্যাপার
[chorus]
এখন public ও জানে হ্যা লাল তুই দালাল
মার তালা তোর shutter চাট b+tter তুই b+gg+r
যা হলুদে গান গা, parody ধান্দা
সম্মান নাই scene এ তাই ঢিলা তোর পাংখা
বুইড়া তুই দৌড় দে হাপাইলে সুর দে
budget তোর কল্পনায় show চাই তাই শোর দেই
ctg top এ তাই চাটু সব shock এ ভাই
আমি কাল তুই দালাল তুই শোক মানা অপেরাই
দা+লাল
দা+লাল
দা+লাল
দা+লাল
[verse : 2]
কিরে বউ থাকে usa সাথে কী fouzia
তাছাড়া ঘটনা pedo তুই চুতিয়া
ফেরাউন তুই হয়লে পানিতে ডোবাবো
westin এ না beat এ জ্বালা তোর মিটাবো
আই তোরে শিখাবো give n take
তোর career dead বেডা নে তুই break
এণ্ডে বিচার চাই না করি বিচার আমরা
সর বুড়া কামলা এখন teacher আমরা
তোর career টা টিকে ছিলো politics এই
যখন ক্ষমতা টা গেলো পিঠ দেয়ালে ঠেকছে
এখন hype নিতে post মারে, pose মারে পোলাপাইন
কে বলে যোদ্ধা তুই দালাল এই জমানায়
goat না তুই ভেড়া আমি কসাই তুই পালা
দালালের শোক তারে ডাকে নাই বেডা
show পাবি কেমনে তুই, দালালীর market নাই
দালালের শান্তি নাই ctg map এ তাই
আর শুন শুন credential ar catalogue তোর চেয়ে ভাড়ি
আর যাকে তাকে stage এ উঠাইলে, stage এ তুই থাকতি
আর যেই budget এ আমরা show করছি তা তোর কল্পনার বাহিরে
syndicate এর কথা তোর মুখে মানায় না দালাল
যা গিয়ে হলুদে parody গান গা
[chorus]
এখন public ও জানে হ্যা লাল তুই দালাল
মার তালা তোর shutter চাট b+tter তুই b+gg+r
যা হলুদে গান গা, parody ধান্দা
সম্মান নাই scene এ তাই ঢিলা তোর পাংখা
বুইড়া তুই দৌড় দে হাপাইলে সুর দে
budget তোর কল্পনায় show চাই তাই শোর দেই
ctg top এ তাই চাটু সব shock এ ভাই
আমি কাল তুই দালাল তুই শোক মানা অপেরাই
দা+লাল
দা+লাল
দা+লাল
দা+লাল
Random Lyrics
- skynadsea - pirate riot lyrics
- vylet pony - emotions lyrics
- kayleehazel - lose my mind lyrics
- noam sky - sillage lyrics
- eefje de visser - normaal toen lyrics
- ananyev - буря эмоций (storm emotions) lyrics
- agab, kxrgx & eva (tur) - gani lyrics
- bai bang - arrow lyrics
- the displacements - frontline hearts lyrics
- flowrpot - yo jvn! - slowed + reverb lyrics