
raafky - eitai ami lyrics
[chorus]
এইটাই আমি, হ্যা এইটাই আমি
ভয় ভেদে জয় দেখি এইটাই আমি
আমার ভিতরে রাগ আর ক্রোধ এইটাই আমি
কত আপন কে হারালাম এইটাই আমি
এইটাই আমি, হ্যা এইটাই আমি
ভয় ভেদে জয় দেখি এইটাই আমি
আমার ভিতরে রাগ আর ক্রোধ এইটাই আমি
কত আপন কে হারালাম এইটাই আমি
[verse : 1]
আমি শৈশবে হারালাম বিশ্বাস
আজ যুক্তিহীন লাগে এই নিশ্বাস
মনেতে ধৈর্য আর রবের উপর বিশ্বাস
স্বপ্ন সব পূরণ হবে নিজের উপর বিশ্বাস
এইটাই আমি, খেয়ে খেয়ে ধোকা ছোট থেকে বড় আমি
জীবন শিখাই অধ্যায় টা যেইটা নাই বইতেও
ক্ষতি করে আপন লোক
না পারবে না সইতেও
সামনে এসে ভাই সাজে, পিঠে দেই ছুরি
জঙলের রাজা আমি সাপ নিয়ে ঘুরি
দুই বারের ধাক্কায় ও হয় নাই bro পাক্কা
life একটা cycle যার ভেঙেছে চাক্কা
পড়ে ওই জানাযা বুঝি এই দুনিয়া আপন না (rip homie)
জান্নাত ও জান খুঁজে, free তে বাস বাহানা
এই journey টা one way আর পিছনে যাবে না
মন ভরলো ব্যাথাই এই ব্যাথা আর যাবে না
[chorus]
এইটাই আমি, হ্যা এইটাই আমি
ভয় ভেদে জয় দেখি এইটাই আমি
আমার ভিতরে রাগ আর ক্রোধ এইটাই আমি
কত আপন কে হারালাম এইটাই আমি
এইটাই আমি, হ্যা এইটাই আমি
ভয় ভেদে জয় দেখি এইটাই আমি
আমার ভিতরে রাগ আর ক্রোধ এইটাই আমি
কত আপন কে হারালাম এইটাই আমি
[verse : 2]
ঈদ মানে খুশি তবে মন যে উদাসী
আমার জীবনটা ঘিরেছে আঁধারে
এই আঁধারে বানালাম নিজেকে আলো
নিয়ত আমার সাফ তাই মালিক রাস্তা দেখালো
নিজের bedroom কে বানাই নিলাম studio
যত খুশি গান ছাড়ি লাগে না video
নিজের beat তাই wav থাকে, wave আনি scene +এ
লাগে সমুদ্রের মাঝে থাকি কাধে পাহাড় তুলে
যদি স্বপ্ন না থাকে তবে পূরণ হবে কী
স্বপ্ন দেখ বড় যেমন আমি দেখি
mic থেলে কবর এই সফর আমি
যা দেখি তার সবই গানে আনি
school +এ যা শিখাই না আমি জানি
ছোট থেকে বড় দেখে liquor, money
তার বদলে যাওয়া টা বদলালো আমাকে
আঁধারে আজও তার ছায়া খুঁজি
[pre chorus]
এইটাই আমি, হ্যা এইটাই আমি
এইটাই আমি, হ্যা এইটাই আমি
[chorus]
এইটাই আমি, হ্যা এইটাই আমি
ভয় ভেদে জয় দেখি এইটাই আমি
আমার ভিতরে রাগ আর ক্রোধ এইটাই আমি
কত আপন কে হারালাম এইটাই আমি
এইটাই আমি, হ্যা এইটাই আমি
ভয় ভেদে জয় দেখি এইটাই আমি
আমার ভিতরে রাগ আর ক্রোধ এইটাই আমি
কত আপন কে হারালাম এইটাই আমি
[outro]
এইটাই আমি, হ্যা এইটাই আমি
এইটাই আমি, হ্যা এইটাই আমি
Random Lyrics
- desiree camilleri (queen) - when you're not around lyrics
- trippie redd - ho3z lyrics
- meadowland - anywhere lyrics
- willkuer - ein mann ein wort lyrics
- o show da luna - bola bolinha bolão lyrics
- car seat headrest - overdrive lyrics
- lil predashi - alone with you lyrics
- strsmann - taiga lyrics
- alekpervi - lupa (explicit) lyrics
- badflower - good vibrations lyrics