raafky - kolom lyrics
[verse 1: raafky]
পাপী করে পাপ, পাপী লিখে কবিতা
মন একটা গোরস্থান নিজের স্থানেই যন্ত্রণা
বন্ধুকে দিয়ে দাফন কাফন মোড়াই অতীতটা (rip my homie)
ডাকাত ঢুকলো মনে যখন দেখলো শুধু পাথর টা
আতর লাগাই লুকাই আমরা পাপের যত গন্ধ
যখন থেকে স্বপ্ন ভাঙে মনের দোয়ার বন্ধ
কে বোঝে মনের ব্যাথা হাঁসির শেষের নিরবতা
কলম খেলায় সন্যাসী সন্ত্রাসী সবই একা
situation এমন আমায় শিখায় লিখা বিধাতা
খোলা আকাশের চিল আমার নাই কোনো সিমানা
নাই কোনো ঠিকানা পথ হারালো মুসাফির
ভালবাসা দেই যারে সেই হয়ে যাই মুনাফিক
মিথ্যা দিয়ে হারায়তে চাস ফাসবি বললে সত্য
সভ্য এর আগে অ লাগা লিখা খুব অসভ্য
আমি দক্ষ বেদনায় অভ্যস্ত
রক্ত দিয়ে লিখে আসলাম জীবনের সব পুস্তক
[verse 2: d+ruthless]
কেডা বদলায় এই কিসমতে লেখা যে
হয়তে হয়লো কঠোর যখন মন ভরলো ব্যাথাতে
আপন তো চইলা যাইবো, আপন জিগায় আপনই কে
দুনিয়া নিজেই নিজের বুঝে, এইখানে আবার আপনই কে
জীবনে বহুবার করছি আমরা বহুত পাপ
ভালো হওয়ার পরও হয়তো থাইকা গেছে বহুত দাগ
পাইলাম না খাচার চাবি, আরও পাওয়া আঘাত বাকি
হাঁসিমুখ থাকি দেইখা,আমরা লাগে আজাদ আছি
কম
নেই কানে কথা, সেইখানে কথা, এইখানের কথা
বেইমানের খাতায়, আমার নাম লিখা বেইমান
যেই ভাবে ক্ষতি করছে, গিয়া ওরে দেই নাম
ঘরে আমার ডাকাতি, আর আমি নাকি আসামি
তোরে যদি ভালো কয়, খারাপ আমি লাখ আছি
স্বভাবে পার্থক্য, সম্পত্তির লোভ নাই
ক্ষতি হয়লে আমি পাপী, তার আজও দোষ নাই
[outro: raafky]
আমি কলমে সন্ত্রাসী, কলমে সন্যাসী
কেউ বলে বেইমান, আর কেউ বলে ভালবাসি
লিখা আছে জীবনে সব কি হবে কখন
কলম হাতে বদলাবো জীবনটা এখন
Random Lyrics
- pete francis - eyes of the sun lyrics
- perp music - the trial lyrics
- wave$tar (ng) - the end . lyrics
- toren – תורן - hasty decisions lyrics
- airbag (arg) - anarquía en buenos aires lyrics
- erdling - helheim (akustik version) lyrics
- emilee petersmark - at the end of the day lyrics
- ldniso - something to prove lyrics
- wack (kr) - tunnel baby lyrics
- flack (usa) - g.o.a.t. lyrics