raafky - wound lyrics
[intro]
থাকি তোমারই স্মরণ
লেখি তোমারই কারণে
তোমায় ভুলাবো মরণে
[chorus]
দেখেও দিলে না, মলম এই জখমে
দিবেই বা কেনো, এই জখম তো তোমারই কারণে
দেখেও দিলে না, মলম এই জখমে
দিবেই বা কেনো, এই জখম তো তোমারই কারণে
[verse 1]
থাকি তোমারই স্মরণে, লেখি তোমারই কারণে
তোমায় ভুলাবো মরণে, দিবে কে মলম এই জখমে
কেনো কমে না আজও এই দুরত্ব, অপেক্ষার হলো না শেষ
আমি যখনই তোমাকে ভাবি হ্যা, লাগে জীবনটা এইখানেই শেষ
আছো কী বেশ, নিয়ে এই ভেশ, মনে কী পড়ে না আমাকে
ভালো যে কতটা বাসি, কত তা বোঝালাম তোমাকে
কেনো তুমি এইভাবে ছেড়ে গেলে
না শোনে, না দেখে, একাকী ফেলে এই আমাকে
[chorus]
দেখেও দিলে না, মলম এই জখমে
দিবেই বা কেনো, এই জখম তো তোমারই কারণে
দেখেও দিলে না, মলম এই জখমে
দিবেই বা কেনো, এই জখম তো তোমারই কারণে
[verse 2]
হাঁসিমুখে জখম দিয়ে গেলো, ভালবাসা তুমি আমার বুঝো নি কখনো (never)
রাত থেকে ভোর হয়ে গেলো, তোমায় ছাড়া কিছু আর ভাবছি না কেনো
বলো লিখবে কে আর তোমায় নিয়ে গান
শুধু ভালবাসা না তুমি আজও আমার স্বপ্ন
সান্ত্বনা দেওয়ার আর শব্দ নেই নিজেকে (না)
আসবে ফিরে না সে আর, বোঝাও কেউ তা আমাকে
স্বপ্নটা সুন্দর যত বাস্তব ট কঠিন
তোমার খোঁজে চেনা পথও হয়ে গেলো অচীন
আমি এক মুসাফির আজও তোমায় শুধু খুঁজি
চাওনা যে তুমি আমায়, সেইটাও বুঝি
কেমন করে শুনবে তুমি নিরবতার শব্দ (কেমনে)
কেমনেই বা বুঝবে তুমি নিরবতার অর্থ (কেমনে)
চাঁদ খুঁজি দূর থেকে হয়ে নিঃস্বার্থ
খুঁজে পেলে তোমায় কভু, হবে জীবন স্বার্থক
[chorus]
দেখেও দিলে না, মলম এই জখমে
দিবেই বা কেনো, এই জখম তো তোমারই কারণে
দেখেও দিলে না, মলম এই জখমে
দিবেই বা কেনো, এই জখম তো তোমারই কারণে
[outro]
দেখেও দিলে না, মলম এই জখমে
দিবেই বা কেনো (এই জখম তো তোমারই কারণে)
Random Lyrics
- odonis odonis - beast lyrics
- bin ang - 爱使生命延续 lyrics
- соль земли (sol_zemli rock) - планета (planet) lyrics
- dopapod - let it all out lyrics
- sunflowerr - cringe (clean version) lyrics
- layla hendryx - pick a side lyrics
- nolovekob1 - freak geek lyrics
- damjan pare - cigane pričaj manje lyrics
- peso pluma, óscar maydon & junior h - rompe la dompe (mixed) lyrics
- emree elentuck - no escape from timelessness lyrics