rabindranath tagore feat. hemanta mukherjee - amar ei path chaoyatei ananda lyrics
Loading...
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে
খুশি রই আপন মনে- বাতাস বহে সুমন্দ।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ।
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।
Random Lyrics
- goldfinger - get what i need lyrics
- dan croll - educate lyrics
- melisa uzunarslan - bu gece kaç şişe eder lyrics
- nmb48 - まさかシンガポール lyrics
- next year's end - not coming home lyrics
- matt vanzetti - wait a minute lyrics
- 데미안 - childish flower lyrics
- lana del rey - heroin lyrics
- samthebozz - bad voice lyrics
- lamix - hey baby remix lyrics