rabindranath tagore - amar sonar bangla lyrics
Loading...
আমার সোনার বাংলা
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি|
চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
মরি হায়, হায় রে
ও মা
অঘ্রানে তোর ভরা খেতে
আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো
কী স্নেহ, কী মায়া গো,–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো-
মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ও মায় আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি|
Random Lyrics
- луна (luna) - расстояния (distances) lyrics
- tigers in the sky - daisy lyrics
- chivaz - sqn lyrics
- cameron lane - make me new lyrics
- rvger - gelegentlich lyrics
- eldorado red - warfare lyrics
- simon dominic - one shot lyrics
- vertical worship - open up the heavens (reprise) [live] lyrics
- jhony kaze - allein lyrics
- cehryl - director's cut lyrics