rabindranath tagore - bhalobese sakhi lyrics
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
আমার পরাণে যে গান বাজিছে
তাহার তালটি শিখো—
তোমার চরণ মঞ্জীরে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি—
তোমার প্রাসাদ প্রাঙ্গণে
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী—
তোমার কনককঙ্কণে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো—
তোমার অলকবন্ধনে
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো—
তোমার ললাটচন্দনে
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো—
তোমার অঙ্গসৌরভে
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো—
তোমার অতুল গৌরবে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
আমার পরাণে যে গান বাজিছে
তাহার তালটি শিখো—
তোমার চরণ মঞ্জীরে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—
তোমার মনের মন্দিরে
Random Lyrics
- sewerperson - up north lyrics
- cem adrian - bugün sana bir şeyler anlatmam gerek lyrics
- johnny ice beats - paranoia lyrics
- dna (da nemesis attraction) - the 5th business lyrics
- f.s. blumm - new day lyrics
- somber - my dear lyrics
- elenco de violetta - destinada a brillar lyrics
- troy cartwright - hung up on you lyrics
- cardinal kings - room 24 lyrics
- parasol (us) - paint and walls lyrics