
rabiul miah - moner mitarer fiuj urechhe lyrics
ᴠᴇʀꜱᴇ :+ (ᴍᴀʟᴇ)
ঘুড়ি তোমার পিছে পিছে
হাসো তুমি মিছে মিছে
পাচ্ছিনা গো মনটা তোমার
সিঙ্গেল কাটে দিন
বলো তোমার মনের কথা
বোঝনা হৃদয়ের ব্যথা
চাইলে তুমি হতে পারি
তোমার আলাদিন
ᴩʀᴇ ʜᴏᴏᴋ :+ (ᴍᴀʟᴇ)
তোমার চোখের চাহুনি
তোমার রূপের আমদানি (×2)
মনের মাঝে হালকা প্রেমের দোলা দিয়েছে
ʜᴏᴏᴋ :+ (ᴍᴀʟᴇ)
তোমায় দেখে মনের মিটার এর ফিউজ উড়েছে (×2)
ও সুন্দরী মেয়ে তোমায় দেখে মনে ধরেছে
তোমায় দেখে মনের মিটার এর ফিউজ উড়েছে
ᴄʜᴏʀᴜꜱ :+ (ꜰᴇᴍᴀʟᴇ)
আরে দুষ্টুমিটা কমাও মনে ভালোবাসা বাড়াও
ভালোবাসা থাকলে মনে পাবেরে কাছে
বুঝনারে তুমি আমার মনের রাখছি তোমায়
ভালোবাসায় জড়িয়ে তোমায় রাখবো মনেতে
ᴄʜᴏʀᴜꜱ ( 2ɴᴅ ):+ (ꜰᴇᴍᴀʟᴇ)
তুমি থাকলে কাছে বসলে পাশে মনটা ভালো হয়
আমি আছি তোমার সাথে বন্ধু একলা তুমি নও
ᴩʀᴇ ʜᴏᴏᴋ :+ (ᴍᴀʟᴇ)
কি বললে তুমি , ছিলো মনটা মরুভূমি (×2)
তোমার কথা মনের মাঝে বৃষ্টি এনেছে
ʜᴏᴏᴋ :+ ( ᴍᴀʟᴇ )
তোমায় দেখে মনের মিটারের ফিউজ উড়েছে (×2)
ও সুন্দরী মেয়ে তোমায় দেখে মনে ধরেছে
তোমায় দেখে মনের মিটার এর ফিউজ উড়েছে
Random Lyrics
- zutril orzzu - typa shit lyrics
- fós (ire) - táim i mo shuí lyrics
- 22juggn - wxtch out lyrics
- nach (fra) - peau neuve lyrics
- lil ty shawty - love not lust lyrics
- ben mazué - tous tes amis l'adorent lyrics
- alexander ocotillo - doublewide lyrics
- tha_xavier - midnight train lyrics
- john nonny & c-lance - on god lyrics
- secco secco - naplno lyrics