raju talukdar - chuup chaap thaaki lyrics
চুপচাপ থাকি
আর দেখি তোর মিষ্টি হাসি
এত বেঈমানি
তবুও পাশে থাকতে রাজি।
you treat me like i’m nothing, but you
mean the world to me
অবহেলার মাঝে, আমার প্রেম কমেনি
রাগ করো তুমি যত, তবুও তুমি মানো, না মানো
i still loves you girl
সবাই বলে কেন আছিস এই মেয়ের সাথে
তার বোঝে না ভালোবাসি কত যে
আর তুই প্রেম খুঁজিস অন্যের মাঝে… মাঝে।
তোর সব ভুল… ভুলে
মিথ্যে প্রেমে হারিয়ে যাই… তাই
i’m তাই i’m তাই girl
চুপচাপ থাকি
আর দেখি তোর মিষ্টি হাসি
এত বেঈমানি
তবুও পাশে থাকতে রাজি।
খুব কি ভালো লাগে?
তার কোলে মাথা রেখে, কোন হোটেল রুমে
ভুলে আমার কথা, আমার ভালোবাসা
দিস কেন আশা, হয়ে তুই নেশা?
প্রেম করেছি স্বার্থ ভেবে না
তোর অভিনয় এ, অভিমান করি না
তুই খুশি থাক এটাই সান্ত্বনা।
তোর সব ভুল… ভুলে
মিথ্যে প্রেমে হারিয়ে যাই… তাই
i’m তাই i’m তাই girl
চুপচাপ থাকি
আর দেখি তোর মিষ্টি হাসি
এত বেঈমানি
তবুও পাশে থাকতে রাজি।
© lyrics by raju talukdar
Random Lyrics
- bleach - himno lyrics
- maxi cantarella - no tan sencillo lyrics
- three-legged pants - dadaizm lyrics
- the motans - insula lyrics
- the drums - nadia - backflip edit lyrics
- emme (arg) - femme lyrics
- brandon lee - dreams lyrics
- catchybeatz - rolle rangi lyrics
- perseu - young love, baby lyrics
- smoke signals - more questions than answers lyrics