
rana - eto kosto keno valobashate lyrics
Loading...
চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে দুর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ
ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ
ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
Random Lyrics
- robert williams feat. hugh cornwell - wrong way round lyrics
- eight of triangle - reflect infinity lyrics
- hujan - kau lyrics
- 蕭煌奇 - 家門口 lyrics
- norra reviret - frusna andetag lyrics
- naomi pilgrim - sink like a stone lyrics
- matthias reim - erlöse mich lyrics
- sammy johnson feat. tenelle luafalemana - say that you love me (feat. tenelle) lyrics
- los hotpants - elaine lyrics
- jodi roberts & cornell kinderknecht - ziba lyrics