ranajoy bhattacharjee - aj amar akash - reprise lyrics
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে
মন তোমার উঠোন জুড়ে বাঁচে
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে
মন তোমার উঠোন জুড়ে বাঁচে
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে
তবু তোমার আকাশ বৃষ্টি আঁকে
পথ শিশির ভেজা গন্ধ মাখে
আজ তোমার আকাশ বৃষ্টি আঁকে
পথ শিশির ভেজা গন্ধ মাখে
মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে বাঁকে
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে
মন তোমার উঠোন জুড়ে বাঁচে
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে
কেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি
যেন ঘরে ফিরে যাওয়া মৌমাছি
কত দেওয়া নেওয়া বাকি রয়ে গেছে
হেরে যাওয়াতেও ভালো লাগা আছে
এরা হিসেব করেও দুঃস্বপ্ন দেখে
প্রেম হাত পাতলেও তাকে সরিয়ে রাখে
আর আমি তোমায় নিয়ে বাঁচি
আজও তোমায় ভেবেই ভালো আছি
তবু তোমার আকাশ বৃষ্টি আঁকে
পথ শিশির ভেজা গন্ধ মাখে
আজ তোমার আকাশ বৃষ্টি আঁকে
পথ শিশির ভেজা গন্ধ মাখে
মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে বাঁকে
Random Lyrics
- carolyn miller - when i say i do today lyrics
- dakota staton - willow weep for me lyrics
- kalbells - flute windows open in the rain lyrics
- ill chronic - error :( lyrics
- yvngsnowkone - a scammers paradise lyrics
- young3plass - spiller tilstander (west coast banger) lyrics
- double - upload lyrics
- im lil r.i.p - you didn't bare to help me out of the dirt lyrics
- ême agá - estilo calça froxa lyrics
- taraamoon - dastās lyrics