random sakib - adharer nilachol lyrics
আধারের অই নীল আচলে তোমায় ভালোবসি
স্বপ্নীল সেই আবেগে তোমার কাছে ছুটে আসি
কত সপ্ন দেখছি আমি তোমাকে নিয়ে
তুমি আছো হৃদয়ে আমার থাকবে এই প্রাণে
আছি তোমার আসায় আমি রয়ে যাব
জানিনা কবে যে তোমার মন পাব
নদীরা বলে যে তুমি আসবে ফিরে কবে
আমি শুধু বলি তুমি আসবে ফিরে
একা আমি বসে আছি তোমারই আসায়
বুঝিনি কি স্মৃতি ছিল সে ভালবাসায়
কেনো তুমি আমায় ফেলে চলে গেলে
কি ভুল ছিল তুমি আমায় যেতে বলে
কি অস্থির সে মায়াতে আমি হারিয়ে গেছি
তোমার এই রুপের ঝলকে আমি পাগল হয়ে গেছি
জানিনা কেনো যে তোমাকে এতো ভালবাসি
কতদিন দেখিনা আমি তোমার মুখের হাসি
কেনো যে তোমাকে আমি এতো ভালোবেসেছি
ভালোবেসে আজ তোমাকে হারিয়ে ফেলেছি
এ মন শুধু আজো কেনো তোমায় খুজে চলে
হৃদয়ের গহীন থেকে তোমার কথায় বলে
এই পৃথিবীর সময় আমি তোমায় দিয়েছি
সবকিছু দিয়ে তোমায় আমি আগলে রেখেছি
আমার বিশ্বাস আমার মাঝে তুমি আবার ফিরে আসবে
এই bhsakib তোমার আসায় সারাজীবন থাকবে
আধারের অই নীল আচলে তোমায় ভালোবাসি
স্বপ্নীল সেই আবেগে তোমার কাছে ছুটে আসি
কত স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে
তুমি আছো হৃদয়ে আমার থাকবে এই প্রাণে
আমার জীবন এতো সুখের কেরে ভালা আর লাগে না
ভ্যাপের কষ্ট দেইখা আমি থাকতে আর পারি না
আমি ডিজে হইতাছি ভ্যাপ ওয়েট কইরা যাও
এসব চিন্তা করলে তুমি কানবা খালি ফাও
আরে গার্লফ্রেন্ড গেছে তো কি হইসে ভাই-ব্রাদাররা তো আছে
দেখবা তোমার লেইগা আল্লাহ জীবনে ভাল কিছুই রাখছে
মাইয়া হইলো প্যারার জিনিস, জীবন কইরা লায় নষ্ট
কত ভাইয়া প্রেম কইরা পাইয়া গেছে কষ্ট
আমগো গান হুইনা কত পোলাপান আবেগে কাইন্দালাইছে
তাই bhsakib, dj ujjal এই গানটায় গাইছে
জীবন কিন্ত একটায় তুমি ঠিকঠাক কাজে লাগাও
সাইকো র্যাপারকে নিয়ে তুমি সামনের দিকে আগাও
পুরান আবেগ বাদ দিয়া তুমি নতুন চিন্তা করো
জীবনটারে আবার তুমি নতুন কইরা গড়ো
সামনে তোমার জীবনে অনেক ভাল কিছুই আসব
আর সাইকো র্যাপাররা সারাজীবন তোমার পাশেই থাকব
আধারের অই নীল আচলে তোমায় ভালোবাসি
স্বপ্নীল সেই আবেগে তোমার কাছে ছুটে আসি
কত স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে
তুমি আছো হৃদয়ে আমার, থাকবে এই প্রাণে
(end)
Random Lyrics
- t-trap - i'm coming lyrics
- seventeen - we gonna make it shine (2017 ver.) lyrics
- los bukis - tu ingratitud lyrics
- el callejon blues band - callejon sin luz lyrics
- tinashe - light the night up lyrics
- nora grefstad feat. mirjam omdal - 5 fine frøkner lyrics
- dannic feat. mahkenna - alive lyrics
- lil mama aisha - short song lyrics
- signal the sirens - blinded lyrics
- guccitears - skyline lyrics