rapsta shiam ft. low-key - rapsta shiam - hotbox ft low-key ( thug gang ) lyrics
first verse + + rapsta shiam
বিটটা করতে চায় গোলামী
hotbox give me cash take my dope
শব্দে সংকেত, বাংলা রেপ ময়দানে lyrically সুনামি
local থেইক্কা vocal ছারি
হুইনা তোর বান্ধবী পুরুন করতে চায় আমার দাবি
আমার বউ ঢাকবি তুই দাদী
দাদাগীরি দেইখা সব রেপার হাটতে চায় আমার সিরি
অমরিতো যোগ্যতা খারা পিরামিড ১৬ লাইনের হাজী সব সাংবাদিক
বুজতে চায় আমগো culture, underground street ঠিক ঠিক
আসল কথা শুনতে লাগে jealous
মহল্লার সব খাতারনাক পোলা পাইন আমার
হিসাবের খাতা ভইরা গেছে খুন খুন
ওস্তাদ এর মাইর শেষ রাতে গুন গুন
বাস্তবে যে কি শিখায় খোদা যা দেখায়
কাজে চলে না জীবন ঠিক আছে ঠিকানা হয়া গেছি legend
বাংলা rap নিশ্বাস এ জয় আমার বিশ্বাস
আগে চলি পথ নজর থেইক্কা ছরাই সত্য
যেইডা তগো কাছে লাগে overdose
hiphop সৈনিকরে শিখাইছ না যুদ্ধ
টেকা নাই আছে dollar লেহ জ্বালা ভাই ব্রাদার্স ডাকা
এক লগে বাংলা রেপ ভাংচুর পুরা এলাকা
অভিজ্ঞতা দেইখা পাবলিক ডাকে hiphopstar
haters সব লইতে থাক আমার নাম what?
second verse + + low+key
সাধ্য ছারা চলেনা সাধনে সংগিত
ব্যকরন ব্যবহার ছারা শব্দ ছরায় ভাবে ওরা পন্ডি ow sh+t
তারা বলে আমি off beat তাইলে হুইনিছ আমার এই গিত
শুনাইছ না ঠাকুর মার ঝুলি এইডা hip hop this is real street
আমার প্রতিটা শাধনের গল্প জমাই দেইখা লইছি সব কালপিট
মানুষ গুলারে দেখছি হাসতে মুখের উপরে
হাসি বাদায় যখন পকেটে ভর্তি টাকা থাকে
করতে আইসছ সংগ্রাম আগে কামায় ল নাম দাম
নিজের সাধনে মগ্ন থাকি করতে চাই না fake syndicate
যা হুনবি পুরাটা খাটি বাংলা রেপ যা করি সবগুলা নিজের সাদ্ধে রাখি
দেখ খাটি বাংলা লয়া বাচি।
আমারা খেলি next level গিরি game
তারা খুশি হয়া যায় পায়া চুতিয়াল fame
পা চাইটা হারায় ফেলস সেন্স
তগো brain ভিরতে সব lame ওদের মাথায় ঘুরে ধান্দা
ওরা লোভে পইরা আন্ধা sh+t man
আরে কয়জনই বা গড়তে পারে বাংলা rap
undereated পোলা পাইন syndicate ছারা চায় underground market
2017 তে সিন শুরু wannabe সব terget
Random Lyrics
- lil loixx - willst du nicht (outro) lyrics
- amee - em bé lyrics
- day by dave - among us song lyrics
- cosmo thundercat - too close for comfort lyrics
- tsunamii501 - if i die lyrics
- klamydia - hämärästä pimeyteen lyrics
- enisa - love cycle lyrics
- bad eight18teen - dangerous home lyrics
- elcamino - sake in japan lyrics
- connor quest - mirio song lyrics