recall - ashokto lyrics
Loading...
একটু একটু করে নাও আমার চিন্তা,
একটু একটু করে মেশ আমার শিরায়,
আমায় ডুবিয়ে যাও তোমার মায়াজালে,
কেউ যেন না দেখে।
আমি শিহরণে বুঝে নেবো তোমায়,
চেনা অনুভূতি গুলো হবে এবার অচেনা।
কত দূর এই পথ পাড়ি দিলে তোমার সীমা?
আমার অঙ্গীকার গুলো তোমার কাছে হেরে যায়।
ওপারে আকাশ আলোকিত,
মেঘের আড়ালে আমাকে রেখে যায়,
সেখানে করো স্বপ্নে বিভোর,
নিরব আমার এই প্রার্থনা আমায় পাওয়ার।
আমাকে ডুবিয়ে যাও তোমার আসক্তিতে।
Random Lyrics
- legacy five - he's just a whisper away lyrics
- grupo revelação - coração radiante lyrics
- krokus - firestar lyrics
- marco ongaro - terre lontane lyrics
- francesco renga - un giorno bellissimo lyrics
- dragn - кризис творчества (creativity crisis) lyrics
- percy mayfield - memory pain lyrics
- therapie taxi - brutal summer lyrics
- raimonds pauls - soļi smiltīs lyrics
- juveniles - we are young lyrics