recall - charidikey lyrics
Loading...
চারিদিকে,
যেন এক স্বপ্ন ঘোর ।
তোমার আমার ভালবাসার খবর,
কি যেন কি আছে লেখা
আধো আলো-ছায়ায় ডোবা, এই প্রহর ।
তোমাতেই মন মিলে মিশে একাকার… ।
কতোগুলো ভোর তোমার সাথে দেখা,
তোমায় ভেবে লেখা কোন কবিতায় ।
আমার শিহরণেও তোমাকেই পাওয়া,
তোমার স্পর্শে হারিয়ে গেছি।
তোমার আমার সুরে,
অপার এই মন ঘুরে,
দূরে আবার নতুন করে
নিভৃত সব ইচ্ছেগুলো
তোর কামনায় পুড়ে ।
Random Lyrics
- the hottman sisters - who i was lyrics
- ynug - true & through lyrics
- binx - scream lyrics
- gateway worship feat. kristy motta - tu amor me encuentra lyrics
- lijpe - tevreden lyrics
- maria kopp - historia de un amor lyrics
- lil durk - no fear lyrics
- eisbrecher - wir sind "rock'n'roll" lyrics
- fxllen - want you lyrics
- byron juane - 2 parts lyrics