recall - ekhono lyrics
Loading...
মুখরিত কোনো রাতের শেষে
ভ্রান্ত এই মন অপূর্ণতায় পুড়ে
অলিক কিছু কল্পনাতে বিভোর
অধীর এখন ক্লান্ত ভীষণ
থমকে থাকে ভোর.
বিষন্নতায় রোদেলা ভোরে
অবুঝ এই মন জেগে রয়
অবাক চোখে আটকে থাকে ক্রোধ…
সীমিত সময়ের তোমার এই স্বর্গতে
তুমি কার মাঝে কে?
ভুলে থাকে তোমাকে?
নতুন দিনের আশাতে
বিষন্ন সেই রাতের
অপেক্ষা প্রভাতের
দুচোখ জুড়ে
করো জুড়ে
প্রতিশ্রুতি ছিল যত তোমার
কেনা সুখে বিলীন হবে
নিভে যাবে রোদ…
Random Lyrics
- the turtles - can i get to know you bet lyrics
- carlos chaouen - dentro de ti lyrics
- chris pureka - song for november (live at the grey eagle) lyrics
- שירי מימון - rega lifney she... - ...רגע לפני ש - shiri maimon lyrics
- los violadores - vanidad lyrics
- matthew parker - mistletoe meltdown lyrics
- clouseau - samen lyrics
- peter furler - all in your head lyrics
- marc morlock - better than words can tell lyrics
- the subways - streetfighter lyrics