
reyan the rebel - tomar amar golpo lyrics
Loading...
আজও আমি কেনো
তোমায় নিয়ে ভাবি
আজও আমি কেনো
তোমার কথা শুনি
তোমায় নিয়ে আমার
যতো সব কল্পনা
তুমি আমায় কেনো
আর ভালোবাসো না।
আমিও কি তোমার স্বপনে আসি?
আমিও কি তোমার গল্পে থাকি?
হয়তোবা তুমিও আমায় নিয়ে ভাবো
দিন শেষে আমিও
লেখি তোমার আমার গল্প
গল্প।
আজও আমি কেনো
তোমার ছবি আঁকি
আজও আমি কেনো
তোমার কথা লিখি
তোমায় নিয়ে আমার
যতো সব কল্পনা
তুমি আমায় কেনো
আর ভালোবাসো না।
আমিও কি তোমার স্বপনে আসি?
আমিও কি তোমার গল্পে থাকি?
হয়তোবা তুমিও আমায় নিয়ে ভাবো
দিন শেষে আমিও
লেখি তোমার আমার গল্প
গল্প।
Random Lyrics
- for squirrels - death of a salesman lyrics
- thomas otienda - ikke regne med ham lyrics
- вентан (ventan) - потемнение (darkening) lyrics
- ofego - heavy duty lyrics
- jimmy from da block - no colors lyrics
- alfiewebb420 - busta rhymes (today is a good day part 2) lyrics
- gri - a.a.k lyrics
- busa pista - szófosó mese lyrics
- equalz (nld) - zo nice lyrics
- flora kərimova - bizi başa düşün ("yollar görüşəndə" filmindən) lyrics