rezwana choudhury bannya - ami tomar sange bendhechhi amar pran lyrics
Loading...
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ
সুরেরও বাঁধনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ
সুরেরও বাঁধনে
সে সাধনায় মিশিয়া যায় বকুলও গন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবিরও ছন্দ
তুমি জানো না, ঢেকে রেখেছি তোমারও নাম
রঙিনও ছায়ার আচ্ছাদনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে
তোমার অরূপও মূর্তিখানি
ফাল্গুনেরও আলোতে বসাই আনি
অরূপও মূর্তিখানি
ফাল্গুনেরও আলোতে বসাই আনি
অরূপও মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূরও দিগন্তে
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূরও দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানেরও তানেরও সে উন্মাদনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে
Random Lyrics
- reeko squeeze - chosen one lyrics
- aitor - su recompensa lyrics
- e.m.d. (swedish pop group) - ironic lyrics
- eminem - my dad's gone crazy lyrics
- bnx6 - tipo a onda do lean lyrics
- glenbozo - scary song lyrics
- the miracles - shop around (re-recorded) lyrics
- toddy tee - just say no lyrics
- afroman - crazy rap (cold 45 & 2 zig zags) lyrics
- michael fang - nah no one lyrics