rezwana choudhury bannya - likhono tomar dhulay lyrics
Loading...
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়… লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া ।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো… ।।
রেখ না আর বেধোনা আর,
কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
ঝড়কে আমি করবো মিতে, ডোরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাচি। আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া।
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া ।
Random Lyrics
- en mi defensa - enciende! lyrics
- sondre lerche - i'm always watching you lyrics
- unknown - bigmac rap lyrics
- bob marley and the wailers - the heathen lyrics
- a$ap ferg - always strive and prosper [tracklist + album art] lyrics
- ceeingee - broken miracle lyrics
- dance gavin dance - here comes the winner lyrics
- harryp - ぼくらのレットイットビー lyrics
- hien - lullaby lyrics
- gavin james - sorry lyrics