rezwana chowdhuri bonya - ami kaan pete roi lyrics
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্ রাতের পাখি গায় একাকী
রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কে সে মোর কেই বা জানে,
কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
কে সে মোর কেই বা জানে,
কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে,
ও সে আমায় জানি পাঠায় বাণী
আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-বারে বারে
কান পেতে রই
Random Lyrics
- patterns - spirit lyrics
- andela yuwono - selalu rindu lyrics
- nikki bacolod feat. min yasmin - sa iyo lyrics
- dermot lynch - adults only lyrics
- propa charts - tribute to conrad sewell lyrics
- tyler, the creator - analog (featuring hodgy beats) lyrics
- parkway drive - vicious lyrics
- باسم الكربلائي - صلوات lyrics
- mischief brew - this is not for children lyrics
- rick ross - crocodile python lyrics