rezwana chowdhury bannya - aaji barishan mukharito lyrics
Loading...
আজি বরিষন মুখরিত
শ্রাবণ রাতে
স্মৃতি বেদনার মালা, একেলা গাথি।
আজ কোন ভুলে ভুলি
আধার ঘরেতে রাখি দুয়ার খুলি
মনে হয় বুঝি আসিছে সে
মোর দুখ রজনির সাথি।
আসিছে সে, ধারা জলে
সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে।।
যদিওবা নাহি আসে
তবু বৃথা আস্বাসে
ধুয়ে পরে রাখি বরে
মিলন আসন খানি পাতি।
Random Lyrics
- טיפקס - מה איתי lyrics
- isara - servant ass lyrics
- weatherstate - stuck in a hole lyrics
- gucci mane feat. young thug - i told you lyrics
- charlie parr - up country blues lyrics
- perindo - mars lyrics
- chely wright - hamburg (bonus track) lyrics
- get inuit - i am the hot air lyrics
- soles - signal lyrics
- scrufizzer - out & bad lyrics