rezwana chowdhury banya - amar ae path lyrics
Loading...
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার বাঁশি তোমার হাতে
ফুটোর পরে ফুটো তাতে–
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে-
– তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার পথে পথে পাথর ছড়ানো।
Random Lyrics
- aethersin - authority's demise lyrics
- bladefire - revolution lyrics
- lust - naga lyrics
- don choa - roule lyrics
- thy catafalque - 10^(-20) angstrom lyrics
- mr. 305 - kiss from those lips lyrics
- ワルキューレ/(フレイアδ鈴木みのり/美雲δjunna/カナメδ安野希世乃/レイナδ東山奈央/マキナδ西田望見) - god bless you lyrics
- traider - nichts lyrics
- тони раут feat. t wild - лучший день (feat. t.wild) lyrics
- nadya oktavia - goblok lyrics