
rick & sharmi - purano sei diner kotha lyrics
Loading...
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়–
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়–
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥
Random Lyrics
- arijit singh - bandeya re bandeya lyrics
- o.when - heartbeat lyrics
- kartika sari - sembilu lyrics
- diego money - fuck 12 (free dro) lyrics
- billy woods - lambs lyrics
- lil' baby & gunna - my jeans (feat. young thug) lyrics
- gemitaiz - codice pin lyrics
- a$hy black thug - adopted lyrics
- haschak sisters - girl power lyrics
- mei ayakura - darkness power lyrics