
riddhi bandyopadhyay - ke abar bajay banshi lyrics
Loading...
কে আবার বাজায় বাঁশি, এ ভাঙ্গা কুঞ্জবনে
হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রণনে
কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগল জোয়ার
কে তুমি আনিলে জল, ধরি মোর দুই নয়নে
আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথবো মালা
কেন এই নিঠুর খেলা, খেলিলে আমার সনে
হয় তুমি বাজাও বাঁশি, নয় আমায় লও হে আসি
ঘরেতে পরবাসি, থাকিতে আর পারিনে
কে আবার বাজায় বাঁশি, এ ভাঙ্গা কুঞ্জবনে।
Random Lyrics
- l'aura - i'm an alcoholic lyrics
- last ride on the moon - madeleine lyrics
- oceans ate alaska - covert lyrics
- nick hakim - miss chew lyrics
- twenty one two - scared to be lonely lyrics
- killing surfers - rebirth lyrics
- hillsong united - shadow step lyrics
- jonathan david helser feat. melissa helser - first love lyrics
- rival coast - red lights lyrics
- comando norteño de genaro hernandez - el estibador lyrics