ridoy anaholy - kar jonno - ridoy anaholy lyrics
Loading...
আর কতকাল রাখবি পুশে বন্দী খাচায়
নাম না জানা কষ্ট গুলোর নির্বাক চিৎকার
হয়তো এটাই ভাগ্য তবে একলা যাবি চল
তোর পথে তোর সঙ্গী হবে দুঃক্ষ সেনার দল।
কার জন্য আজ তোর স্বপ্ন বারেবার
পায় অবহেলা,হয় ভেঙে চুরমার
কার জন্য তোর দু চোখে অবিরল
ঝরতে থাকে জমানো অশ্রু জল।
তোর সব ক্ষব, নির্বোধ অনুভূতি
জড় হয় এক সাথে, আনে তোর অবনতি।
পিছুটান, অভিমান ভুলে সব নিয়তি
হয়ে যায় অসহায় একা তোর পৃথিবী।
কার জন্য আজ তোর স্বপ্ন বারেবার
পায় অবহেলা,হয় ভেঙে চুরমার
কার জন্য তোর দু চোখে অবিরল
ঝরতে থাকে জমানো অশ্রু জল।
Random Lyrics
- kvcperekk - siema jestem kacper a to muj hot16challenge lyrics
- mark my way - higher walls lyrics
- lady volcano - you've got the lingo lyrics
- willi carlisle - the small things lyrics
- lea & capital bra - 7 stunden lyrics
- avenrec - sticky loops lyrics
- i.m the artist - self-made lyrics
- the mechanisms - underworld blues (live) lyrics
- antônio marcos - eu sigo só lyrics
- demi lee moore - there was jesus lyrics