rinku - kanar hat lyrics
Loading...
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।।
পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে।
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে,
চেনে না সীমানা কার।।
এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।।
কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা।
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।।
Random Lyrics
- the gaslight anthem - bonus track lyrics
- ゆいかおり - intro situation lyrics
- あいみょん - 分かってくれよ lyrics
- frederick roussel - crack culture lyrics
- the adjusters - (you need a) weatherman lyrics
- 柴田聡子 - ファイトクラブ lyrics
- bonesla feat. king lil g - die by the k (feat. king lil g) lyrics
- andres restrepo - esta noche lyrics
- silent siren - love install lyrics
- the paper trains - the prospectors lyrics