rjsken - bizukto lyrics
(chorus)
বাহিরের পৃথিবী থেকে অনেকটা দূরে আজ
অন্য কেউ শোনে না, কানে বাজে সেই শব্দ
এখানে শুধু আমি+আমার ভাবনার বাস
অকারণে দুনিয়া করে কেন বিরক্ত
(verse+1)
মনের ভেতরে ভুতুড়ে নগরী
শুধু যে বইছে বিষাক্ত হাওয়া
শুন্য শহর যেন দুই শুন্য কুড়ি
সেও কি মুখ ফিরিয়ে নিবে যার কাছে সবসময় থাকে আমার চাওয়া পাওয়া? কেন আসা যাওয়া করে শয়তান কিংবা ফেরেশতা
দিন কাল ও ছিল ভালো, করতে সাদাকে কালো
নিয়তি ও কখনো করেনি কম চেষ্টা
জানি হবে শেষ টা হয় খুব শান্তিময় অথবা আফসোস পূর্ন হৃদয় আনবে বিপর্যয়
ভয় কে জয় করতে সঙ্গী পরাজয়
জিতব একদিন আমার অপেক্ষায় সময়
অনেকটাই যে ক্ষয় মনবল
চোখে জমে মেঘ, পড়ছেনা জল
চেতনায় তো নয়, অচেতনায় সুখ হয়
কেমন আছি কে খোঁজ নিলো বল? অচেনা+ই বোধহয় সব, কয় জনেক donate দিবো ফকির হয়ে, আমি phone এত সনেট লিখি কবির হয়ে
জনগনের হরেক কথা মনেত বাধত, বড়ই দুর্বল এবং অবাধ্য, কেমনে শক্তি পাবো নিশাচর হয়ে যখন দিনে বের হইনা রবির ভয়ে
ভয় কেন image নিয়ে?
নিজেকে ভয় করি তাই বীর নয় তাও ক্রস(×) দিছি আমার ছবির ছ+এ
(chorus)
বাহিরের পৃথিবী থেকে অনেকটা দূরে আজ
অন্য কেউ শোনে না, কানে বাজে সেই শব্দ
এখানে শুধু আমি+আমার ভাবনার বাস
অকারণে দুনিয়া করে কেন বিরক্ত
(verse+2)
লিখছি যা আমি শুনাতে চাই
মানুষ যা শুনতে চায় তা নয়
গানে লিখি না মিথ্যা
অন্যথায় বলতাম আছি ভালোই
ডুবেছে সূর্য উঠতে আবার
রাত বড়, ভাবনা কাটে না একদম
কার উপর করব ভরসা?
বিধাতা পরীক্ষা নিতে ব্যাস্ত
জগত থেকে যখন বিচ্চুতি হয় তখন লিখি অনূভুতি
সময় বদলে যাওয়ার গতি দেখে চমকায় যেন বিদ্যুৎও
লিখছি জীবনের অনুলিপি, না মেনে কোনো নিয়ম নীতি, প্রকাশ করে নিজের পরিচিতি
লেখা গীতি + চাবি, খুলি বন্ধ সিন্দুক+ও
i wish i was never born
why the f+ck i’m immature
my good side extincted by devil
কে করবে হেফাজত বিনা এবাদত tell me am i wrong?
নেশা ছাড়া কেনো এতো কঠিন
নেশার পর পৃথিবী অচিন
জানি কি ভুল এবং কি সঠিক
তবুও অজানা + আমি কার অধীন?
জানি না বাড়ি ছেড়ে যাবে কবে বাড়িওয়ালা
পেতে হলে সফলতা একবার পরাজিত হতে হবে প্রতিবার, আসবে না আরামের ঘুম
নিজেকে যেভাবে দেখতে চাই সেরকম হবো না যতক্ষণ
আমার ধুন+কথপকথন এ জীবন+এর চাবি তালা
there are more good luck to come
’ইঁদুর কপালে’ কে করবো সৌভাগ্যবান, আমি হ্যামিলনের বাঁশিওয়ালা
(chorus)
বাহিরের পৃথিবী থেকে অনেকটা দূরে আজ
অন্য কেউ শোনে না, কানে বাজে সেই শব্দ
এখানে শুধু আমি+আমার ভাবনার বাস
অকারণে দুনিয়া করে কেন বিরক্ত
Random Lyrics
- tripes - χωρίς εμένα (horis emena) lyrics
- sui (jpn) - エピソード (episode) lyrics
- the narrative - monoliths lyrics
- jevi - green screen lyrics
- oj da juiceman - rap don't work lyrics
- atpc - lenza lyrics
- roc-well la don - love song lyrics
- everlife - missing you lyrics
- barney - the noble duke of york lyrics
- wild honey - dientes de león lyrics