azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rjsken - haat bariye lyrics

Loading...

কতনা চেয়েছ আমাকে বদলাতে
সয়েছি অবহেলা নানা অজুহাতে
শুধু শিখেছি চলতে একেলা এছাড়া
আমি আমার মতো আগে থেকেই

দুচোখের সামনে তুমি
সময় থেমে যায় চোখ সরে না
মনে মনে ভাবি কেন আমি
হাত বাড়ালে সে হাত ধরে না

পারিনা দেখতে অন্য কাউকে তোমার পাশে
জানিনা এটা কি ভালো লাগা নাকি ভালোবাসা
জানি না কে দিবে এর জবাব
থাকিও আমার মতো আসল
কাছে আসতে না দিলে থাকি দূরে
ভালো দেখানোর জন্য বাড়ায়ে বলি না
যাবে না আমার এ বাজে স্বভাব

বোঝ কি মানে ভালোবাসার?
খোঁজ কি লুকানো অভিমান?
জানি এসব বলা বেকার তাও
এ মন বলছে অবিরাম

জ্বালাতে কি তোমার এতোই ভালো লাগে?
পৃথিবী গোল সব আসবে ঘুরে
ভালো না বেসে ফেলি দুজন দুজনা কে
এই ভয়েই কি আছি এতো দূরে?
চোখ বুজে ঘুম আর হচ্ছে না
হৃদয়ে কি আছে সেটা বলে দাও
দেখে+ও না বোঝার ভান করো না
মানা করার পরও মন পাগল হচ্ছে তাও

সাতার কাটতে পারিনা তবু যেতে পারি নদীর স্রোতের প্রতিকূলে শুধু তোমার জন্যে
যদি ঝাপ দিতে হয় একসাথে দিব
তুমি ছাড়া সব শুন্যে
অনুভূতি প্রকাশ করিনা ; করলে শেষ হবে না তা গুনলে
বাজে না এক হাতে তালি যেন রোদন অরন্যে

ভালোবাসে পায় নি কে? চায় নি কে দায় নিতে? গাইছে সে যাকে না বলে bye দিতে
প্রায় চারদিকে সবাই না জেনে রায় দিতে আসে
কে জানে হয়তো আমার নাম লেখা আছে তোমার ডায়েরি তে
লুকিও না কিছু, কাঁচা আমি hide and seek এ

আমাদের অতীত ভুলে, চলো একসাথে দূরে হারিয়ে যাই
যেখানে সবই অনুকুলে, প্রেম যায়না ফুরে, হাত বাড়িয়ে তাই (2x)



Random Lyrics

HOT LYRICS

Loading...