rjsken - haat bariye lyrics
কতনা চেয়েছ আমাকে বদলাতে
সয়েছি অবহেলা নানা অজুহাতে
শুধু শিখেছি চলতে একেলা এছাড়া
আমি আমার মতো আগে থেকেই
দুচোখের সামনে তুমি
সময় থেমে যায় চোখ সরে না
মনে মনে ভাবি কেন আমি
হাত বাড়ালে সে হাত ধরে না
পারিনা দেখতে অন্য কাউকে তোমার পাশে
জানিনা এটা কি ভালো লাগা নাকি ভালোবাসা
জানি না কে দিবে এর জবাব
থাকিও আমার মতো আসল
কাছে আসতে না দিলে থাকি দূরে
ভালো দেখানোর জন্য বাড়ায়ে বলি না
যাবে না আমার এ বাজে স্বভাব
বোঝ কি মানে ভালোবাসার?
খোঁজ কি লুকানো অভিমান?
জানি এসব বলা বেকার তাও
এ মন বলছে অবিরাম
জ্বালাতে কি তোমার এতোই ভালো লাগে?
পৃথিবী গোল সব আসবে ঘুরে
ভালো না বেসে ফেলি দুজন দুজনা কে
এই ভয়েই কি আছি এতো দূরে?
চোখ বুজে ঘুম আর হচ্ছে না
হৃদয়ে কি আছে সেটা বলে দাও
দেখে+ও না বোঝার ভান করো না
মানা করার পরও মন পাগল হচ্ছে তাও
সাতার কাটতে পারিনা তবু যেতে পারি নদীর স্রোতের প্রতিকূলে শুধু তোমার জন্যে
যদি ঝাপ দিতে হয় একসাথে দিব
তুমি ছাড়া সব শুন্যে
অনুভূতি প্রকাশ করিনা ; করলে শেষ হবে না তা গুনলে
বাজে না এক হাতে তালি যেন রোদন অরন্যে
ভালোবাসে পায় নি কে? চায় নি কে দায় নিতে? গাইছে সে যাকে না বলে bye দিতে
প্রায় চারদিকে সবাই না জেনে রায় দিতে আসে
কে জানে হয়তো আমার নাম লেখা আছে তোমার ডায়েরি তে
লুকিও না কিছু, কাঁচা আমি hide and seek এ
আমাদের অতীত ভুলে, চলো একসাথে দূরে হারিয়ে যাই
যেখানে সবই অনুকুলে, প্রেম যায়না ফুরে, হাত বাড়িয়ে তাই (2x)
Random Lyrics
- kemurii, rozzah - lize & christ lyrics
- sara kays - freeze lyrics
- gustalba - cómo, cuando y donde lyrics
- dwaal troupe - nighttime vines lyrics
- clinton fearon - jah know his people lyrics
- eben - love again lyrics
- trinity 3nity - necessaire lyrics
- aweyk - love urself lyrics
- jerry garcia & howard wales - she once lived here lyrics
- reckol - diamond lyrics