rocksalt bangladesh - nishpotti lyrics
Loading...
[verse 1]
যদি খোঁজো আমায় এই লুকনো পথে
তবে তুমি কি আজও আমায় পেয়েছো?
হারানো স্মৃতির মাঝে লুকিয়ে আমি
একা একা দাঁড়িয়ে এখনও
[chorus]
এই পথের এক বাঁকে তুমি যদি ঘুরে দাঁড়িয়ে
পেছনে তাকিয়ে দেখ আমি
ফেলে দীর্ঘশ্বাস নীরবে, আঁধারে যত
কান্নাগুলো লুকাই
দূরে কোথাও খুঁজেই যাই তোমায় ভালোবাসি বলে
খুঁজে পাবে আবার
সেই পুরোনো এপিটাফে
পুরোনো এপিটাফে
[guitar solo]
[verse 2]
মনের মাঝে ছবি আঁকা ছিল
তোমার রংতুলি দিয়ে
আঁকা সেই ছবি মুছে ফেলেছি
আবার তুমি ফিরে এলে
মনের মাঝে ছবি আঁকা ছিল
তোমার রংতুলি দিয়ে
আঁকা সেই ছবি মুছে ফেলেছি
আবার তুমি ফিরে এলে!
[chorus]
এই পথের এক বাঁকে তুমি যদি ঘুরে দাঁড়িয়ে
পেছনে তাকিয়ে দেখ আমি
ফেলে দীর্ঘশ্বাস নীরবে, আঁধারে যত
কান্নাগুলো লুকাই
তুমি যদি আমার এই লাশের পাশে
ফিরে তাকিয়ে দেখো শেষ এপিটাফে
শেষ এপিটাফে
Random Lyrics
- crystxian cross - bad 4 u lyrics
- aris & edi - slow lyrics
- nessaj (hun) - kommentek lyrics
- david leonard - let him in lyrics
- data - soldier's flag lyrics
- heartgaze & ethanuno - mataría 4 u lyrics
- hella savage - even more lyrics
- penguinsband - please dont talk to me lyrics
- buenos vampiros - jugando en la oscuridad lyrics
- boozehag - goin' out west lyrics