ruma sanyal - mon mor megher sangi lyrics
Loading...
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ+আলোকে
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে
কলো+কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়+আহ্বানে
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো+ছলো তটিনীতরঙ্গে
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো+ছলো তটিনীতরঙ্গে
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল+তমাল অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
Random Lyrics
- gin'tonic okg - oh god! lyrics
- metallica - sad but true (may 23rd, 1991 rough mix) lyrics
- koi - golden state* lyrics
- weakenedartist - whopoursmilkbeforethecereal? (2021) lyrics
- fifth harmony - girls like me lyrics
- sagittarius - lend me a smile lyrics
- gang sko - freestyle vite f lyrics
- sierra carson - trauma lyrics
- magdalena wawra - tage die später mal sind lyrics
- monaleo - crying on your birthday lyrics